
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে অনিয়ম ও দুর্ণীতির দায়ে প্রধান শিক্ষক মো.হাসিবুর রহমান অপসারনের দাবীত মানবন্ধন কর্মসুচি পালন করা হয়েছ। বুধবার সকালে বাগেরহাটের রুপসা পুরাতন সড়কের বাগেরহাট সদর উপজেলার মাহফুজা খানম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে এই মানবন্ধন কর্মসুচি পালন করেন। মানবন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসি ও ম্যানজিং কমিটির সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন, ম্যানজিং কমিটির সদস্য মো. আফজাল শেখ, অভিভাবক একরাম হাওলাদার, রেজাউল হাওলাদার, বক্কর হাওলাদার, মো. সাদ্দাস হাওলাদার প্রমুখ।
মানবন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষক মো.হাসিবুর রহমান বিদ্যালয়ের জলারল ফান্ডের অর্থ আত্মসাত ও যশাোর বোর্ডের সিদ্ধান্ত উপেক্ষা করে নিজ্স্ব শিক্ষকদের তৈরি প্রশ্নে পরীক্ষা নেয়াসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব দূর্নীতির কারনে বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হচ্ছে। দ্রুত তাকে অপসারন না করা হলে কঠোর কর্মসুচি ঘোষণা করা হবে।