You are here
Home > সারা বাংলা > জেলার খবর > বাগেরহাটে অগ্নিকান্ডে ৪ টি ঘর ভস্মিভুত

বাগেরহাটে অগ্নিকান্ডে ৪ টি ঘর ভস্মিভুত

সৈয়দ ওবায়দুল হোসেন, বাগেরহাট :


বাগেরহাটের খানপুর ইউনিয়নের খানপুর মাঝিডাংগা গ্রামের সুরেন্দ্রনাথ মজুমদারের ছেলে তপন কুমার মজুমদার ও বিপুল মজুমদারের ৪ টি ঘরে আগুন ধরে যায়।

গত রবিবার দুপুর ১ টার সময় এ দুর্ঘটনা ঘটে। বাড়ির লোকজন আকস্মিক আগুন দেখে চিৎকার করে। পাশের লোকজন এসে প্রায় ঘন্টাখানেক পর আগুন নেভাতে সক্ষম হলেও এ সময়ের মধ্যে ৪ টি ঘর পুড়ে ভস্মিভুত হয়ে যায়। এ সময় ঘরের ভিতর সবকিছু পুড়ে যায়। এতে তাদের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। ভুক্তভোগী বিপুল মজুমদার জানান, বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুন ধরতে পারে। তাদের ঘর বাড়ির সকল আসবাবপত্র, জমির দলিল, ব্যাংকের চেক এবং নদগ ২,৪৫,০০০০/- (দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার ) টাকা পুড়ে ছাই হয়ে যাওয়ায় তাদের চারটি পরিবারের ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে অতি কষ্টে জীবন যাপন করছে।

https://drive.google.com/file/d/1n5DX8rfpKthUu6K9iyhXIvBip4XRObbX

Leave a Reply

Top