You are here
Home > সারা বাংলা > জেলার খবর > বাগেরহাটের ফকিরহাটে এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সৈয়দ ওবায়দুল হোসেন, বাগেরহাট :


বাগেরহাটের ফকিরহাটে কুন্ডুপাড়া এলাকায় উত্তম কুমার বসু (৪৫) নামের এক ভূষি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যবসায়ী সোমবার রাত ৯ টার দিকে ফকিরাহাট বাজার থেকে মটর সাইকেল যোগে বাড়ী যাচ্ছিল। পথিমধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার দেহ তাল্লাশী করে একটি গুলির চিহ্ন পেয়েছে।


বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, সোমবার রাত ৯ টার দিকে ফকিরহাটের আট্টাকী এলাকায় খৈল-ভূষি ও কীটনাশক ব্যবসায়ী অনিল কুমার বসুর ছেলে উত্তম কুমার বসুকে মটর সাইকেল সহ অচেতন পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে উত্তম কুমারকে উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ সময়ে পুলিশ উত্তম কুমারের শরীরের সুরতহাল প্রস্তুত করতে গিয়ে গুলির চিহ্ন পেয়েছে। কি কারণে কারা ওই ব্যবসায়ীকে হত্যা করেছে তার জন্য পুলিশের একাধিক টীম মাঠে কাজ শুরু করেছে বলে পুলিশ সুপার জানান।

Leave a Reply

Top