বাগেরহাটের খানপুর ফায়াজ ষ্ট্রেট মাঠে ৪ দলীয় দিবা-রাত্রির ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত খেলাধুলা প্রচ্ছদ ডিসেম্বর ২৮, ২০১৯ডিসেম্বর ২৯, ২০১৯0 সৈয়দ ওবায়দুল হোসেন, বাগেরহাট : বাগেরহাটের খানপুর ইউনিয়নের ফায়াজ ষ্ট্রেট মাঠে ৪ দলীয় দিবা-রাত্রির ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে স্থানীয় সমাজ সেবক ও ক্রীড়াবিদ তরফদার আবুল কালাম আজাদ ও বাসুদেব পাল এই টূর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময়ে ফায়াজ ষ্ট্রেটের স্বত্তাধিকারী নাহিদুজ্জামান রাজু, ওহিদুজ্জামান মিলন, সাংবাদিক তরফদার রবিউল ইসলাম, চুলকাঠি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ ঢালী, সাংবাদিক মাহফুজুর রহমান, সমাজ সেবক ও সুশীল সমাজের প্রতিনিধি শেখ মিরনুজ্জামান, চাকলাদার নাহিদুজ্জামান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। টূর্নামেন্টে চ্যাম্পিয়ন পুরষ্কার হিসেবে বিশ হাজার টাকা ও রানার্স আপ দশ হাজার টাকা প্রদান করা হয়। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com