You are here
Home > আন্তর্জাতিক > বাগদাদে জোড়া বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৭

বাগদাদে জোড়া বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৭

আন্তর্জাতিক ডেক্সঃ ইরাকের রাজধানী বাগদাদে দুটি পৃথক বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া শতাধিক লোক আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির নিরাপত্তা ও স্বাস্থ্য দফতর এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে সোমবার সন্ধ্যায় মধ্য বাগদাদের কারাদা জেলার একটি জনপ্রিয় আইসক্রিম পার্লারের সামনে রাখা বিস্ফোরক বোঝাই গাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে এ হামলা চালানো হয়। এটি আত্মঘাতী হামলা ছিল বলে নিশ্চিত করা হয়।

ওই হামলায় নিহত হন ১৬ জন। আহত হন শিশুসহ আরো অন্তত ৭৫ জন। জঙ্গি সংগঠন  ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

মঙ্গলবার সকালে বাগদাদের প্রধান ব্রিজের কাছে পেনসন অফিসের বাইরে একটি গাড়ি বোমা বিস্ফোরণে আরো ১১ জন নিহত হন। আহত হন আরো ৪১ জন। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

মুসলিমদের জন্য পবিত্র রমজান মাসে কঠোর নিরাপত্তার মধ্যেও বাগদাদে একের পর এক হামলা চলছে। গত রমজান মাসের শেষেও বাগদাদের ব্যস্ততম বাজারে ট্রাক বোমা হামলা চালায় আইএস। এ হামলায় নিহত হন অন্তত ৩০০ জন। সাদ্দাম হোসেনের পতনের পরে এ হামলাকে ইরাকে সবচে বড় ও ভয়াবহ হামলা হিসেবে বিবেচনা করা হয়।

সূত্র: আল জাজিরা

 

Leave a Reply

Top