You are here
Home > বিনোদন > বন্যার্তদের পাশে দাঁড়াতে আমির খানের আহবান

বন্যার্তদের পাশে দাঁড়াতে আমির খানের আহবান

বিনোদন ডেস্কঃ মানবিকতার ডাকে এগিয়ে আসাই মানুষের ধর্ম। আর তেমন এক মানবিক আহ্বান নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হাজির হলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান। টুইটারে এক ভিডিও বার্তায় আমির তার ফ্যানদের আসাম ও গুজরাটের বন্যায় দুর্গ পরিবারের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাধ্যমতো সাহায্যের আহ্বান জানান। তিনি বলেন, ‌‘আসাম ও গুজরাটের কিছু অংশ বন্যায় মারাত্মক বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেকে প্রাণ হারিয়েছেন। প্রকৃতির সামনে মানুষ অসহায় ঠিকই কিন্তু আমাদের ভাইবোনদের সাহায্যে নিশ্চয়ই আমরা কিছু করতে পারি।’

তিনি সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন একসঙ্গে এই দুই রাজ্যের ভাইবোনদের পাশে দাঁড়াই। দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করি। আসাম ও গুজরাটের বন্যায় এ পর্যন্ত প্রায় ২৫০ জন নিহত হয়েছেন।’

এদিকে আমির খান বর্তমানে তার নতুন ছবি ‘থাগস অব হিন্দুস্তান’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ ছবিতে প্রথমবারের মতো আমির খানকে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে।

আরএএইচ/এলএ

Leave a Reply

Top