You are here
Home > সারা বাংলা > জেলার খবর > বঙ্গবন্ধু সেতুর উপর বাসের ধাক্কায় লরির যাত্রী নিহত, আহত তিন

বঙ্গবন্ধু সেতুর উপর বাসের ধাক্কায় লরির যাত্রী নিহত, আহত তিন

সিরাজগঞ্জ প্রতিনিধি :

বঙ্গবন্ধু সেতুর উপর বাসের ধাক্কায় মাসুম শেখ (৩৩) নামে এক লরির যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো তিন জন। আহতদের সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার রাত ১০টায় বঙ্গবন্ধু সেতুর ২৮ নং পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুম শেখ সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের বেলাল তালুকদারের ছেলে।

আহতেরা হলেন, সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের চর হাসনা গ্রামের সোহরাব হোসেনের ছেলে শরীফুল ইসলাম, শামসু শেখের ছেলে মোতালেব হোসেন ও নুর হোসেনের ছেলে সাদ্দাম হোসেন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে একটি লরি সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলো। লরিটি সেতুর ২৮ নং পিলারের কাছে পৌছলে পিছন থেকে একটি যাত্রীবাহী বাস তাতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লরির যাত্রী মাসুম শেখ নিহত ও তিন জন আহত হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারল হাসপাতালে ভর্তি করে দেয়।

Leave a Reply

Top