You are here
Home > সারা বাংলা > জেলার খবর > বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল


ইমন খানঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে মৌলবাদী ও উগ্রসাম্পদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে গাজীপুর মহানগর ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন। ৯ই ডিসেম্বর বিকাল ৩ টায় ঢাকা ময়মনসিংহ মহা সড়কে তারা এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মোঃ আফজাল হোসেন খান ও সদস্য সচিব ও ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম মিছিলে নেতৃত্ব দেন। তারা মিছিল শেষে গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম এর বাস ভবনের সামনে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন। জাতির জনকের প্রতি যারা বেফাঁস বক্তব্য দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করেছে,তাদেরকে আইনের আওতায় এনে বিচার করার আহবান জানান আফজাল হোসেন খান। তিনি আরো বলেন, মহানগর আওয়ামী লীগের নির্দেশ মোতাবেক বিক্ষোভ সমাবেশ চলবে,যতদিন পর্যন্ত এই মৌলবাদীদের বিচার না হবে, ততদিন আমরা রাজপথে থাকবো । অপর দিকে ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর বলেন, দেশে স্বাধীনতা এনেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর কিছু কুলাংগার আছে, তারা এই মহান নেতাকে নিয়ে কটুক্তি করে,তার ভাস্কর্য ভাংচুর করে। আজকের প্রতিবাদ সভা থেকে আমরা বলতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নিয়ে কোন কটুক্তি করলে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবো। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল হামিদ,মোঃ আব্দুর রশিদ,ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মোঃ খোকন মিয়া,যুবলীগ নেতা মোঃ আবুল বাশার বাদশা,মোঃ সাদ্দাম হোসেন রুবেল প্রমূখ।

Leave a Reply

Top