You are here
Home > জাতীয় > বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে গাসিক মেয়রের ব্যস্ত সময়

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে গাসিক মেয়রের ব্যস্ত সময়

 ইমন খানঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে রাজনীতিক জীবনে সবচেয়ে বেশি ব্যস্ত সময় পার করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম। সকাল সাড়ে ৬ টায় নগরের জয়দেবপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তিনি দলীয় পতাকা উত্তোলন করেন ও নগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ মোঃ আজমত উল্লাহ খান জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসুচি শুরু করেন। এ সময় নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর মূরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে গাজীপুর সিটি কর্পোরেশন কতৃক গাজীপুর ডিসি অফিস কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর মূরালে পুষ্পস্তবক অর্পণ করেন মেয়র,সাথে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মোঃ আমিনুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় জেলা প্রসাশক জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ সহ সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা সহ মেয়র মহোদয় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। পরে ডিসি অফিসের সামনে কেক কাটায় অংশ গ্রহন করেন মেয়র। সেখান থেকে দলীয় কার্যালয়ে এসে সকলের সাথে সকালের নাস্তা করেন। এরপর নগর ভবনের অফিসে এসে যোগ দেন ঘন্টাব্যাপী কাজ শেষে করে পূর্ব নিধারিত গাজীপুরের সকল মসজিদ ইমাম ও খতিবদের ভাতা প্রদান অনুষ্ঠানে যোগ দেন। গাজীপুর সিটি কর্পোরেশন কতৃক আয়োজিত ঐ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র নিজেই।

এখানে প্রায় ২৫ শত মসজিদের ভাতার  ব্যবস্থা করেন। তিন মাসের ভাতা প্রদান করা হয়। পরবর্তী মাসগুলোর সম্মানী ভাতা পাবে ব্যাকিংয়ের মাধ্যমে। ঐ অনুষ্ঠানে মেয়র বলেন,এটা কোন বেতন নয়,একটি সম্মানী,যা অনেক আগে করা দরকার ছিল। আমাদের গাজীপুরের কাছ থেকে মানুষ শিখবে। আশা করছি এখন থেকে সবাই আমাদের ফলো করবে। এতে আরো বক্তব্য দেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আজমত উল্লাহ খান, সংরক্ষিত এমপি শামসুন্নাহার ভুইয়া ও সিটির প্রধান নির্বাহী ও আলেম ওলামা। এরপর গাজীপুর জেলা আইনজীবী সমিতির কেকে কাটেন এবং সবাইকে বিতরণ করেন মেয়র নিজেই।  এ সময় নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। মিডিয়া বান্ধব মেয়র বলা হয় গাজীপুর মেয়র কে তাই গাজীপুর প্রেসক্লাবে কেক কেটে সবার মাঝে তিনি বিতরণ করেন এবং ঐ ক্লাবে তবারকের ব্যবস্থা করেন মেয়র এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম। বিকেলে আবার দলীয় কার্যালয়ে এসে বাংলাদেশ টেলিভিশনের কেন্দ্রীয় অনুষ্ঠান দেখেন। সন্ধা ৭ টায় গাজীপুর সিটি কর্পোরেশন কতৃক আয়োজিত নগরের রাজবাড়ী মাঠে আলোচনা সভা ও আতসবাজি ফোটানো হয়। ১ শত ফাউন্ড এর কেক কাটেন গাজীপুর সিটি মেয়র। সেখানে অংশ গ্রহন করেন গাজীপুর জেলা প্রসাশক এস এম তরিকুল ইসলাম ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সিটির বিভিন্ন কর্মকর্তা ও কাউন্সিলর বৃন্দ। রাত ৯ টায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কেক কেটে সবাইকে নিজ হাতে বিতরণ করেন গাজীপুরের মেয়র। এ সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর দোয়া মিলাদ ও সভাপতির বক্তব্যে সমাপ্ত হয় মুজিব শতবর্ষের প্রথমদিন।

Leave a Reply

Top