You are here
Home > দূরনীতি ও অপরাধ > ফেনীতে চাল চুরির ঘটনায় নাছির মেম্বার কারাগারে

ফেনীতে চাল চুরির ঘটনায় নাছির মেম্বার কারাগারে


মহিউদ্দিন মহি, ফেনী :

ফেনী সদর উপ‌জেলার ধর্মপুর থেকে ভিজিএফ এর তিন বস্তা চাল চুরির ঘটনায় ইউপি সদস্য নাছির উদ্দিনকে আসাসী করে শুক্রবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে ১৮ এপ্রিল, শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।


জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এ এন এম নুরুজ্জামান জানান, ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য নাছির উদ্দিনের বিরুদ্ধে ভিজিএফ এর তিন বস্তা চাল চুরির ঘটনায় গত শুক্রবার রাত জেলা গোয়েন্দা পুলিশের এক সদস্য বাদী হয়ে মামলা দায়ের করেন।


এর আগে শুক্রবার বিকালে বটতলা বাজারে রিতু টেইলার্স দোকান থেকে চালগুলো উদ্ধার করা হয়। প্রতিটি বস্তা ত্রিশ কেজি করে মোট তিন বস্তা চাল উদ্ধার করা হয়। দোকান মালিকের দেয়া তথ্যমতে পুলিশ জানতে পারে চাউলগুলো সরকারী ভিজিএফ এর এবং ইউপি সদস্য নাছির রাখেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন নাছির মেম্বারকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Top