You are here
Home > আন্তর্জাতিক > ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে চিৎকার-চেঁচামেচি করেছেন ট্রাম্প!

ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে চিৎকার-চেঁচামেচি করেছেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেক্সঃ ফিলিস্তিনের বেথেলহেম শহরে গত সপ্তাহে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল রবিবার ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানিয়েছেন, ওই বৈঠকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে রাগারাগি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে মাহমুদ আব্বাসকে প্রতারক বলেও আখ্যায়িত করেন ট্রাম্প।  ‘সেকেন্ড চ্যানেল’ নামক ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেল আমেরিকার একটি সোর্সের বরাত দিয়ে প্রথম ওই রিপোর্ট প্রকাশ করে। তাতে বলা হয়, জনসমক্ষে দু’দেশের সম্পর্ক উষ্ণ মনে হলেও আদতে তা নয়। বরং তার উল্টো।

ট্রাম্প নাকি ওই বৈঠকে মাহমুদ আব্বাসকে উদ্দেশ্য করে বলেন, ‘ওয়াশিংটন ডিসিতে আপনি আমাকে মিথ্যে বলেছেন। আপনি বলেছেন, আপনার অবস্থান শান্তির পক্ষে। কিন্তু আপনি ইসরায়েলের বিরুদ্ধে জনগণকে উস্কে দিচ্ছেন। ইসরায়েল আমাকে তার যথেষ্ট প্রমাণ দিয়েছে। ‘ টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্পের চিৎকার-চেঁচামেচিতে হতভম্ব হয়ে পড়েন মাহমুদ আব্বাস। এরপর বৈঠকস্থল নিরব হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ সময় লেগেছিল।  তবে, এসব অভিযোগ প্রত্যাখান করেছেন ফিলিস্তিন। দেশটির দাবি, বৈঠকে এ ধরনের কিছু ঘটেনি।

সূত্রঃ টাইমস অব ইসরায়েল

Leave a Reply

Top