You are here
Home > সারা বাংলা > জেলার খবর > ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত -৬

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত -৬

সৈয়দ ওবায়দুল হোসেন, বাগেরহাট :


বাগেরহাটের ফকিরহাটে ঢাকা খুলনা মহাসড়কে বৈলতলি নামক স্থানে ইজিবাইক একং মিনি পিকাপের মুখোমুখি সংঘর্ষে ৬জন নিহত।নিহত যাত্রীদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- উৎপল রাহা (৪৫), নয়ন দত্ত (২৫) ও আব্দুল হাই (৫৫)। আহত নুর মোহম্মদকে (৬০) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


ফকিরহাট থানার ওসি সাইদুল আনাম জানান, নোয়াপাড়া থেকে ফকিরহাটগামী যাত্রীবাহী ইজিবাইকটি বৈলতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় ইজিবাইকের চালকসহ ছয় যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত এক যাত্রীকে উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Top