You are here
Home > সারা বাংলা > জেলার খবর > প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে যুবলীগের ইফতার বিতরণ

প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে যুবলীগের ইফতার বিতরণ

গাজীপুর প্রতিনিধিঃ

এমনিতেই সমাজের চোখে তারা অবহেলিত, আর লকডাউন বা করোনা সে তো কথাই নাই। তাদের খোজ অনেকেই রাখে না। মানবিক যুবলীগ গড়ার জন্য এটাই দরকার,সময়োপযোগী পদক্ষেপ। সহস্রাধিক প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ইফতার বিতরণ করে বিরল ইতিহাস সৃষ্টি করেছে পুবাইল থানা যুবলীগ। সোমবার বিকাল ৫ টায় নগরের ৪০ নং ওয়ার্ডে মেঘডুবি আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে মহানগর যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ রাজিবুল হাসান রাজিবের সভাপতিত্ব ও পুবাইল থানা যুবলীগ নেতা বেলায়েত হোসেন মোল্লা ও সোহরাব হোসেন মাসুদের সঞ্চালনায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ইফতার বিতরণ কর্মসুচি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবু, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মাসুদুল হাসান বিল্লাল,৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব সোলায়মান মোল্লা,টংগী পশ্চিম থানা যুবলীগ নেতা শেখ মুক্তার হোসেন,সালনা থানা যুবলীগ নেতা মতিউর রহমান মতিন,কাশিমপুর থানা যুবলীগ নেতা মোঃ আলমগীর হোসেন খান। বিভিন্ন থানা ও ওয়ার্ডের যুবলীগ নেতা মোঃ শামিম খান,মাহাতাব উদ্দিন,আমান উল্লাহ,পুবাইল থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ আজগর আলী প্রমূখ। মহানগর যুবলীগের নেতাকর্মীদের ভূয়সী প্রশংসা করে শান্ত বাবু বলেন,গত ১ বছরের বেশি সময় ধরে আমরা মানুষের পাশে আছি,খাদ্য সহযোগিতা, যানবাহন সহযোগিতা সহ পাকাধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিচ্ছেন আমাদের নেতাকর্মীরা। তাদের প্রতি কৃতজ্ঞ,যারা এই দুঃসময়ে মানুষের পাশে দাড়িয়েছে। তিনি আরও বলেন,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, গাজীপুর সিটি কর্পোরেশনের মানবিক মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম ও কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশে আমরা মানুষের বিপদে আপদে পাশে আছি ভবিষ্যতে আরও থাকবো।

Top