You are here
Home > জাতীয় > প্রশ্ন করে তোপের মুখে বিরোধীদলীয় এমপি

প্রশ্ন করে তোপের মুখে বিরোধীদলীয় এমপি

স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদের  ১৬তম অধিবেশনে পাটকল বন্ধ নিয়ে প্রশ্ন করে প্রতিমন্ত্রীর তোপের মুখে পড়লেন বিরোধীদল জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম মাঈদুল ইসলাম।

মাঈদুল ইসলামের প্রশ্ন ছিল পাটকলগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। এগুলোর রক্ষায় কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?

একসময় বিএনপি সরকারের পাটমন্ত্রী ছিলেন মাঈদুল ইসলাম। তিনি এ প্রশ্ন করায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, ‘বিএনপি আমলেই পাটকল ধ্বংস করা হয়েছে। প্রশ্নকর্তা নিজেই বিএনপি আমলে এ পাট মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। উনি অসত্য তথ্য দিচ্ছেন। ‘

আজ বুধবার সংসদের ১৬তম অধিবেশনে প্রশ্নোত্তরকালে এ কে এম মাঈদুল ইসলাম সম্পূরক প্রশ্নের ফ্লোর পান জাতীয় পার্টির আরেক সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তার সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘মাননীয় সদস্য এই মুহূর্তে যিনি প্রশ্ন করেছেন উনি আসলে জাতীয় পার্টির সদস্য হিসেবে বলেছেন। কিন্ত আগে যিনি প্রশ্ন করেছেন। উনি অসত্য তথ্য উত্থাপন করেছেন।

উনি (জিয়াউদ্দিন বাবলু) এই মাত্র বলেছেন বিএনপি সরকারের সময় পাটকে ধ্বংস করা হয়েছে। যিনি প্রশ্নকর্তা ছিলেন (মাঈদুল) তিনিও কিন্তু একসময় বিএনপির মন্ত্রী হিসেবে পাটকলগুলোর দায়িত্বে ছিলেন এবং বিএনপি ধ্বংস করেছেন এখন তিনি জাতীয় পার্টি করছেন। ‘ এ সময় সংসদ গ্যালারিতে হাসির রোল পড়ে যায়।

প্রতিমন্ত্রী বলেন, জুটমিলগুলো এরশাদের আমলে বেসরকারীকরণ করা হয়। সে সময় যে শর্তে বেসরকারীকরণ করা হয় তার একটি শর্তও কিন্তু মিল মালিকরা মানেননি। যার পরিপ্রেক্ষিতে শর্ত ভঙ্গের দায়ে প্রতি সপ্তাহে একটি করে জুটমিল ‘টেক ব্যাক করছে’। আমরা টেক ব্যাক করা মিলগুলো নতুন করে চালানোর ব্যবস্থা করছি।

Leave a Reply

Top