You are here
Home > প্রচ্ছদ > পৌনে দুই ঘণ্টা অন্ধকারে কমলাপুর স্টেশন

পৌনে দুই ঘণ্টা অন্ধকারে কমলাপুর স্টেশন

স্টাফ রিপোর্টারঃ পৌনে দুই ঘণ্টারও বেশি সময় অন্ধকারে ছিল কমলাপুর রেল স্টেশন। আজ শনিবার সন্ধ্যা ৭টা থেকে পৌনে ১০টা পর্যন্ত কমলাপুর রেলস্টেশনে বিদ্যুৎ সংযোগ ছিল না। ফলে এ সময়ে অন্ধকারে ডুবে থাকে পুরো স্টেশন। মাঝখানে ১৫ মিনিটের জন্য বিদ্যুৎ এলেও তাতে কোনো কাজ হয়নি।

বিদ্যুৎ না থাকায় ট্রেন চলাচল বিঘ্ন হয়। মহানগর প্রভাতী ট্রেন পৌনে এক ঘণ্টা দেরিতে রাত পৌনে ১০টায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। সিলেটগামী উপবন এক্সপ্রেস রাত পৌনে ১০টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও কখন ছাড়বে নিশ্চয়তা নেই। জেনারেটর চালু করলেও রাত ১০টায় এ রিপোর্ট লেখার সময় সেটি বন্ধ ছিল।

Leave a Reply

Top