পাটের বস্তার বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতে সোমবার থেকে অভিযান !!!! অর্থনীতি জাতীয় প্রচ্ছদ সারা বাংলা মে ১৩, ২০১৭মে ১৩, ২০১৭0 স্টাফ রিপোর্টার : পাটের ব্যবহার বৃদ্ধি, পাটের বস্তা বা মোড়কের বাধ্যতামূলক ব্যবহার ও পরিবেশ সুরক্ষায় আগামী সোমবার থেকে সারাদেশে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান। জনগণের মধ্যে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিসহ এই অভিযান সফল করতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গেও আন্তঃমন্ত্রণালয় সভা এবং পাটজাতপণ্য প্রদর্শনী অব্যাহত রাখা হবে। গত ৮ মে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রী মির্জা আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সোনালী আঁশ পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নেয়ায় দেশে-বিদেশে পাটের ব্যবহার ক্রমেই বাড়ছে। পাটের উৎপাদন এবং এর বহুমুখী ব্যবহারকে উৎসাহিত ও জনপ্রিয় করতে ১৭টি পণ্যের পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিতকরণের পাশাপাশি জনস্বাস্থ্য ও পরিবেশবিরোধী প্লাস্টিক-পলিথিন ব্যবহার ও উৎপাদন বন্ধে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় বলা হয়, পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এ নির্ধারিত ১৭টি পণ্য যেমন ধান, চাল, গম, ভূট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা ও তুষ-খুদ-কুড়া পরিবহন ও সংরক্ষণে পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সরকার এই আইন বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের সবধরনের সড়কপথ, জলপথ, স্থলবন্দর, মালামাল পরিবহনকারী যানবাহন, উৎপাদনকারী, প্যাকেটজাতকারী, আমদানিকারক-রফতানিকারক প্রতিষ্ঠানে এই বিশেষ অভিযান পরিচালনা করবে। স্বরাষ্ট্র, বন ও পরিবেশ, সড়ক ও সেতু পরিবহন, নৌপরিবহন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও র্যাবের সহায়তায় এই অভিযান পরিচালিত হবে এবং নিয়মিতভাবে এই অভিযান চলতে থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com