You are here
Home > খেলাধুলা > পাকিস্তানের জাতীয় সংগীত গাইলেন কাশ্মিরের ক্রিকেটাররা

পাকিস্তানের জাতীয় সংগীত গাইলেন কাশ্মিরের ক্রিকেটাররা

আন্তর্জাতিক ডেক্সঃ কাশ্মির ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব লেগেই আছে। বেশ কিছুদিন আগেই যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনারা। তার পাল্টা জবাবও দেয় ভারত। এসবেও মধ্যেই কাশ্মিরের পুলওয়ামাতে আবার একদল ক্রিকেটারকে পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাইতে দেখা গেল। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে, শাইনিং স্টার পামপোর ও পুলওয়ামা টাইগার্স দু’দল ম্যাচ শুরুর আগে পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাইছে। এই ঘটনাটি ঘটেছে পুলওয়ামা কলেজ সংলগ্ন এলাকায়। এক ক্রিকেটার এ সম্পর্কে বলেন, ‘এটা কোনও সাধারণ ঘটনা নয়। এটা আমাদের প্রতিবাদ। তাই প্রতিবাদের মঞ্চ হিসেবে ক্রিকেটকেই বেছে নিয়েছি আমরা। ’

অবশ্য এমন ঘটনা নতুন নয়। মাসখানেক আগেই একটি ভিডিও ইউটিউবে ভাইরাল হয়ে। যেখানে দেখা যায়, পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের জার্সি পরে ক্রিকেটাররা ম্যাচ শুরুর আগে ভারতের জাতীয় সংগীত গাইছেন৷ এই ভিডিও ভাইরাল হওয়ার পরই বিতর্কের ঝড় ওঠে। সেবার কাশ্মীরের গান্ডেরবাল থানার পুলিশ আটক করে ১১জন অভিযুক্ত ক্রিকেটারকেই। এবারের ঘটনায় কাশ্মিরের পুলিশ কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Top