You are here
Home > প্রচ্ছদ > পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ২ শিশু নিহত

পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ২ শিশু নিহত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় পিএসসি পরীক্ষার্থী দু’শিশু মঙ্গলবার দুপুরে নিহত হয়েছে। এ ঘটনায় তাদের অপর এক সহপাঠি এবং নিহত এক শিশুর মা আহত হয়েছে। নিহতরা হলো গাজীপুরের শ্রীপুর উপজেলার ডুয়াই বাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে সিয়াম (১১) এবং মো. শাহজাহানের ছেলে সিহাব (১১)। নিহতরা স্থানীয় ডুয়াই বাড়ী মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। এ বছর তাদের পিএসসি (প্রাথমিক সমাপনী) পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।

শ্রীপুর মডেল থানার ওসি আসাদুজ্জামান ও স্থানীয়রা জানান, শ্রীপুরের শাহজাহানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মঙ্গলবার অনুষ্ঠিত মডেল টেষ্ট পরীক্ষায় অংশ নেয় এ বছরের পিএসসি পরীক্ষার্থী সিয়াম (১১), সিহাব (১১) ও মাজহারুল ইসলাম (১১)। পরীক্ষা শেষে দুপুরে সিহাবের মা আছমা বেগম তার ছেলেসহ ওই তিন পরীক্ষার্থীকে নিয়ে ব্যাটারিচালিত একটি রিক্সায় চড়ে একত্রে বাড়ি ফিরছিলেন। পথে তারা শ্রীপুর-রাজাবাড়ী সড়কের ডুয়াইবাড়ী পূর্ব পাড়া ঈদগাহ্ মাঠের পাশে পৌছলে বিপরীত দিক থেকে আসা গরুবাহী একটি টমটমের সঙ্গে তাদের রিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিক্সারোহী সিয়াম ও সিহাব নিহত হয়, রিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। এঘটনায় সিহাবের মা আছমা বেগম (৪০) ও নিহতদের সহপাঠী মাজহারুল ইসলাম (১১) আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের লাশ উদ্ধার করে। এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Top