নয়নের তোলা ছবি আলোকচিত্র প্রতিযোগিতার সেরা পাঁচে প্রচ্ছদ বিনোদন সেপ্টেম্বর ২৪, ২০১৯সেপ্টেম্বর ২৪, ২০১৯0 মহিনুল ইসলাম সুজন, নীলফামারী : জাতীয় পর্যায়ে আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতায় সাফল্য দেখিয়েছে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার নয়ন ওয়াদুদ। সম্প্রতি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহায়তায়, স্ট্রেনদেনিং হেলথ আউটকামস ফর ওমেন এন্ড চিলড্রেন প্রকল্পের আওতায় জাতীয় পর্যায়ে আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে। এতে সারাদেশ থেকে প্রায় শতাধিক প্রতিযোগির এক হাজারেরও অধিক ছবি জমা পড়ে যাতে সেরা পাঁচে স্থান করে নিয়েছে তার তোলা ছবিটি। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় নয়নের এমন সাফল্যে এলাকার সর্বস্তরের মানুষ সবাই খুব আনন্দিত। আলোকচিত্রী নয়ন ওয়াদুদ জলঢাকা উপজেলা রোডের বাসিন্ধা হাসানুর রহমান ও লাভলী বেগমের সন্তান। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ মা ও শিশু স্বাস্থ্য, যৌন এবং প্রজনন স্বাস্থ্য অধিকার রক্ষায় পুরুষদের ভূমিকা, অংশগ্রহণ সম্পর্কে ধারণা ও সচেতনতা তৈরির লক্ষ্যে এই আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে।প্রতিযোগিতার বিষয় ছিল জেন্ডার সমতা আনয়নে মা, নবজাতক ও শিশু স্বাস্থ্য এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবায় পুরুষের অংশগ্রহণ। নয়নের তোলা ছবিতে উঠে এসেছে স্বামী-স্ত্রী একসাথে আনন্দের সাথে কাপড় সেলাই করছে। শুধু তাই নয় তার তোলা আর একটি ছবি স্থান করে নিয়েছে ঐ প্রতিযোগিতায়। নয়ন আজ মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর) ঢাকায় আনুষ্ঠানিকভাবে বিজয়ী হিসেবে পুরস্কার গ্রহণ করবে বলে তার পরিবার সুত্রে জানা গেছে। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com