You are here
Home > প্রচ্ছদ > নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্থানীয় প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বুধবার ভোরে সুবর্ণচর-সোনাপুর সড়কের উত্তরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুবর্ণচরের চরবাটা ইউনিয়নের ভাংচুর গ্রামের আবদুল হাকিমের ছেলে আবুল কালাম (৪৫) ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরসিতা গ্রামের ইসমাইলের ছেলে জসিম উদ্দিন (২৫)।

আহতদের মধ্যে চরজব্বার গ্রামের আবদুল মোতালেবের ছেলে জাহাঙ্গীরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজনকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Top