নৈসর্গিক সৌন্দর্যের কুয়াকাটা !!!! বিনোদন সারা বাংলা মে ২৩, ২০১৭মে ২৩, ২০২১0 বিশেষ প্রতিনিধি : নৈসর্গিক সৌন্দর্যের কুয়াকাটা সমুদ্র সৈকত সবার কাছেই পরিচিত একটি নাম। বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশের পটুয়াখালী জেলায় অবস্থিত কুয়াকাটা বাংলাদেশের দ্বিতীয় জনপ্রিয় পর্যটন কেন্দ্র। একই সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ মিলে এই সৈকতের তীর থেকে। আঠারোশত শতাব্দীতে মোঘলদের কর্তৃক বিতাড়িত হয়ে রাখাইনরা কুয়াকাটার তীরে এসে বসতি গড়ে তোলে। সেসময়ে খাবার পানির খোঁজে তারা সমুদ্র তীরবর্তী স্থানে কূপ বা কুয়া খনন করে যার থেকে পরবর্তীতে এ স্থানের নাম হয় কুয়াকাটা। পরবর্তীতে এই কুয়া খনন অন্যান্য জনগোষ্ঠীর ক্ষেত্রেও একটি ঐতিহ্যে পরিণত হয়। রাশ পূর্ণিমা ও বুদ্ধ পূর্ণিমায় হিন্দু ও বৌদ্ধ ধর্মের পুন্য প্রত্যাশীরা এখানে সমবেত হয়ে গোসল করে শুদ্ধ হয় ও মেলায় অংশ নেয়। কুয়াকাটার সমুদ্র সৈকত ছাড়াও পর্যটকরা ১০০ বছরের পুরনো বৌদ্ধ মন্দিরে গৌতম বুদ্ধের মূর্তি ও ২০০ বছর আগে ক্বণন করা কূপ ঘুরে দেখতে পারেন। শীতের মৌসুমে অতিথি পাখিরা ছুটে আসে এখানে যা একে করে তোলে আরও নয়নাভিরাম। ভ্রমণপিপাসু ও প্রকৃতিপ্রেমীদের জন্য নিঃসন্দেহে মনোমুগ্ধকর এই কুয়াকাটাকে সাগরকন্যা নামেও ডাকা হয়। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com