নির্বাচন না নির্বাসন সেটা বিএনপির ব্যাপারঃ হাছান মাহমুদ প্রচ্ছদ রাজনীতি জুলাই ২০, ২০১৭জুলাই ২০, ২০১৭0 স্টাফ রিপোর্টারঃ আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছন, বিএনপি নির্বাসনে গেলে আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না। তবে বিএনপি নির্বাচনে অংশ নেবে, না কি নির্বাসনে যাবে সেটা তাদের ব্যাপার। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত প্রবাসী মুজিব নগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আপনারা (বিএনপি) যতই ষড়যন্ত্র করেন না কেন, নির্বাচনকে কেন্দ্র করে কারো আবদার পূরণ হবে না। কারো আবদার পূরণ করার জন্য সংবিধানের এক চুলও ব্যত্যয় হবে না। ‘দেশে সভা, সমাবেশের অধিকার নেই’ -বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সমাবেশে দাঁড়িয়েই বক্তব্যে এমন অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম। আসলে এরা রাজনীতির সঙ্গে, জনগণের সঙ্গে শুধু প্রতারণাই করেন না, এরা নিজের সঙ্গেও প্রতারণা করেন। হাছান মাহমুদ আরও বলেন, খালেদা জিয়া যখন লন্ডনে পৌঁছালেন তখন ছেলে তারেক রহমান বিলাশবহুল গাড়িতে করে মাকে নিয়ে গেলেন। এসব দামি গাড়ি কেনার টাকা আপনারা কোথায় পান? খালেদা জিয়া বারবার বলেছেন, ঈদের পর আন্দোলন, তাহলে কী এখন লন্ডনে গিয়ে ষড়যন্ত্রের আন্দোলন হচ্ছে? ক্ষমতার উচ্ছিষ্ট নিতে বিএনপিতে একদল কাক জমা হয়েছে দাবি করে তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় থেকে ক্ষমতার উচ্ছিষ্ট বের করে দিয়েছিলেন, আর এই উচ্ছিষ্ট নিতে রাজনৈতিক কাকগুলো এখন বিএনপিতে জমা হয়েছে। জাতীয় গণতান্ত্রিক লীগ ও ন্যাপ ভাসানী সংগঠনের যৌথ আয়োজনে এ আলোচনা সভা সভাপতিত্ব করেন ন্যাপ ভাসানীর সভাপতি মোস্তাক আহম্মেদ ভাসানী। এ ছাড়া আলোচনা সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ উপস্থিত ছিলেন। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com