You are here
Home > সারা বাংলা > প্রাকৃতিক দূর্যোগ > নিজের অর্থায়নে দুঃস্থদের খাদ্য সামগ্রী দিলেন মোকছেদ আলম

নিজের অর্থায়নে দুঃস্থদের খাদ্য সামগ্রী দিলেন মোকছেদ আলম

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরে দুঃস্থ ও অসহায়দের মাঝে নিজের অর্থায়নে খাদ্য সামগ্রী দিলেন গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম মোকছেদ আলম। করোনা ভাইরাসের প্রার্দূভাবে লক ডাউনে থাকা গরীব,ভ্যান চালক,রিক্স চালক সহ দিন মজুর ও খেটে খাওয়া মানুষের জন্য চাল,ডাল,আলু,পিয়াজ ও যাবতীয় খাদ্য সামগ্রী নিজ বাস ভবন থেকে সরাসরি ঐ সব পরিবারের মধ্যে সরবরাহ করেন। প্রায় ১২ শত পরিবারের মধ্যে এগুলো তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এ্যাডঃ রাখি,আব্দুল মালেক,আশরাফুল আলম সহ এস এম মুশফিকুল আলম জিদান। খাদ্য বিতরণ কালে মোকছেদ আলম বলেন, নিজের উদ্যোগে যা করেছি এটা অবশ্যই নগন্য,তারপরও দেশের এই ক্লান্তি লগ্নে মানুষের পাশে থাকাই হলো আসল কাজ। আমি আরো চেষ্টা করবো। গাজীপুর সিটি কর্পোরেশন এর মেয়র নগরের ৮০ হাজার পরিবারের খাদ্য সামগ্রী দিবেন এবং সরকারি ভাবেও তা পাবেন। নিরাশ হওয়ার কিছুই নাই,ঘরে থাকুন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা মনযোগ দিয়ে শুনুন। আমি ঘরে থাকুন এবং অন্যকে থাকতে উৎসাহী করুন।

Leave a Reply

Top