You are here
Home > খেলাধুলা > নিজেদের প্রস্তুতি ম্যাচে হ্যাজলউডের বাউন্সারে আহত ওয়ার্নার

নিজেদের প্রস্তুতি ম্যাচে হ্যাজলউডের বাউন্সারে আহত ওয়ার্নার

ক্রিয়া প্রতিবেদকঃ বহু নাটকীয়তার পর বাংলাদেশ সফরে আসছে টিম অস্ট্রেলিয়া। সে লক্ষ্যেই ডারউইনে তিনদিনের প্রস্তুতি ম্যাচে ব্যস্ত সময় পার করছে স্মিথের টিম। আর সেখানেই ঘটে এক দুর্ঘটনা। জস হ্যাজলউডের বাউন্সারে আহত হন অস্ট্রেলিয়ান সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার।ডারউইনে দশ দিনের প্রস্তুতি ক্যাম্পে নিজেদের মধ্যে দু’ভাগ হয়ে তিনদিনের ম্যাচ খেলতে নামেন স্মিথ-ওয়ার্নাররা। তাতে ওয়ার্নার একাদশের দ্বিতীয় ইনিংসের সময় ঘটে ঘটনাটি।

প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন মঙ্গলবার ব্যাট করতে নামার পর ১৪ বল খেলেই মাঠ ছাড়েন ওপেনার ওয়ার্নার। স্মিথ একাদশের পেসার হ্যাজলউডের বাউন্সারে হুক করতে গিয়েছিলেন। ব্যাটে বলে ঠিকমতো সংযোগ না হওয়ায় বল সজোরে আঘাত করে ওয়ার্নারের হেলমেটে। গলার এক পাশে ব্যথা পান। এই আঘাতে খেই হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওয়ার্নার। প্রথম স্লিপে ফিল্ডিং করা প্রতিপক্ষ অধিনায়ক স্মিথসহ অন্যরা দৌড়ে আসেন। তবে খানিক পর ব্যাটসম্যান নিজেই উঠে দাঁড়ান।

মেডিক্যাল স্টাফরা ওয়ার্নারকে তাদের ড্রেসিং রুমে নিয়ে যান। আঘাত গুরুতর না হলেও সতর্কতা হিসেবে ওয়ার্নার আর ব্যাট করতে নামেননি। প্রসঙ্গত, ২৭ আগস্ট শুরু মিরপুর টেস্টের আগে অবশ্য আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ মিলবে ওয়ার্নারদের। ২২ আগস্ট থেকে বিসিবি একাদশের বিপক্ষে দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে স্মিথ-ওয়ার্নারদের।

Leave a Reply

Top