You are here
Home > জাতীয় > নিখোঁজসহ নিহতের সংখ্যা বেড়ে ১১৮ : রাঙামাটিতে পাহাড়ধস

নিখোঁজসহ নিহতের সংখ্যা বেড়ে ১১৮ : রাঙামাটিতে পাহাড়ধস

বিশেষ সংবাদদাতা :

রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় ভেদেভেদী এলাকার নিখোঁজ তিনজনকে মৃত ঘোষণা করে নিহতের সংখ্যা ১১৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। আজ সোমবার সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

জেলা প্রশাসক জানান, নিখোঁজ তিনজনের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী। এরা হলেন সালাউদ্দিন, দরবেশ মিয়া ও রায়মা বেগম। এ ছাড়া আরো এক শিশু ও এক নারী নিখোঁজের তালিকায় রয়েছে।

তিনি বলেন, রাঙামাটির ১৯টি আশ্রয় কেন্দ্রে বসবাস করা লোকদের খাবার, ওষুধ ও কাপড় সরবরাহ অব্যাহত রয়েছে। আগামী ২০-২৫ দিন আশ্রয় কেন্দ্রে তাদের থাকতে হতে পারে।

রাঙামাটির যেসব এলাকায় পাহাড়ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে মানুষের প্রাণহানি ঘটেছে সে সব স্থানে জেলা ম্যাজিস্ট্রেটের পূর্ব অনুমতি ছাড়া সে সকল স্থানে কেউ বাড়িঘর নির্মাণ করতে পারবে না। এ সংক্রান্ত আদেশ ইতিমধ্যে জারি করা হয়েছে। জনসাধারণের অবগতির জন্য শহরে মাইকিং করা হয়েছে। নতুন করে আর যাতে কোন প্রাণহানির ঘটনা না ঘটে তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

জেলা প্রশাসক মানজারুল মান্নান বলেন, রাঙামাটির এতো বড় বিপর্যয় কাটিয়ে উঠে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। সকলকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Top