You are here
Home > দূরনীতি ও অপরাধ > নারায়ণগঞ্জে চারজনকে হত্যার দায়ে ২৩ আসামির ফাঁসির আদেশ

নারায়ণগঞ্জে চারজনকে হত্যার দায়ে ২৩ আসামির ফাঁসির আদেশ

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের আড়াই হাজারে চারজনকে হত্যার দায়ে ২৩ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুন নাহারের আদালত এ রায় ঘোষণা করেন।

মামলার মোট ২৩ আসামির মধ্যে ১৯ জন আদালতে উপস্থিত ছিলেন, বাকি ৪ জন পলাতক রয়েছেন। আসামিদের দোষ প্রমাণিত হওয়ায় আদালত ২৩ জনেরই ফাঁসির আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ।

আদালতে উপস্থিত ১৯ আসামি হলেন- মামলার প্রধান আসামি আবুল বাশার কাশু, ডালিম, ইয়াকুব আলী, রফিক, হালিম, রুহেল, শাহাবুদ্দিন, লিয়াকত আলী মাস্টার, সিরাজ উদ্দিন, ইদ্রিস আলী, মোহাম্মদ হোসেন, আবু কালাম, আহাদ আলী, ইউনুছ আলী, জহির উদ্দিন, ফারুক হোসেন, গোলাম আযম, আব্দুল হাই ও খোকন।

মামলার পলাতকরা হলেন- আল-আমিন, রুহুল আমিন, তাজুল ইসলাম ও হারুন।

২০০২ সালের ১২ মার্চ বর্তমান আড়াই হাজার থানা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের ছোট ভাই বারেক, ফুফাতো ভাই বাদল, আওয়ামী লীগের কর্মী ফারুক ও কবীরকে বাড়ি থেকে ধরে নিয়ে নির্যাতনের পর আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করে তৎকালীন গোপালদী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার কাশু ও তার লোকজন। এ ঘটনায় ২৩ জনকে পুলিশ অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।

Leave a Reply

Top