
এস,এম ইসাহক আলী রাজু, নাটোর জেলা প্রতিনিধিঃ-
নাটোরে নানা আয়োজনে মধ্য দিয়ে স্বেচ্ছা সেবক লীগের ২৪ তম পতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
আজ শুক্রবার সকালে কান্দিভিটুয়া জেলা অস্থায়ী কার্যালয়ে জাতীয় প্রতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতির্তে মাল্য দান, এক মিনিট নীরবতা পালন দোয়া ও মোনজাত শেষে কেক কাটা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোর্ত্তজা আলী বাবলু, জেলা আওয়ামী লীগের যুব ক্রীয়া বিষায়ক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম, জেলা স্বেচ্ছা সেবক লীগের যুগ্ন আহবায়ক আহম্মেদ সেলিম, পৌর সে¦চ্ছা সেবক লীগের সভাপতি মলয় কুমার, পৌর সে¦চ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক মীর নাফিউ ইসলাম অন্তর, সদর স্বেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদ জহুরুল ইসলাম ছুক্কু প্রমূখ।
পরে স্বেচাছা সেবক লীগের র্যালী দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার সেখানে গিয়ে শেষ হয়।