You are here
Home > সারা বাংলা > জেলার খবর > নাটোরে বাল্যবিয়ে করতে গিয়ে বরসহ দু’জন আটক

নাটোরে বাল্যবিয়ে করতে গিয়ে বরসহ দু’জন আটক

এস,এম ইসাহক আলী রাজু,নাটোর জেলা প্রতিনিধিঃ-

নাটোরের লালপুর উপজেলার চকশোভ গ্রামের এক বাড়িতে বাল্য বিয়ে করতে গিয়ে বর ও বাড়ির মালিক আটক হয়েছে। আজ ২৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত তাদের দু’জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাগাতিপাড়া উপজেলার খাটখৈইর গ্রামের ছপুর উদ্দিনের মেয়ে ও স্থানীয় বড়বড়িয়া হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ফজিরন নেছা (১৩) এর সাথে পার্শ্ববর্তি আব্দুলপুর উত্তরপাড়া গ্রামের মিঠুর ছেলে শিমুল হোসেনের (২২) বিয়ে ঠিক হয়। মেয়ে নাবালিকা হওয়ায় প্রশাসনের ভয়ে কনে ও বর পক্ষের সম্মতিক্রমে আজ বৃহস্পতিবার চকশোভ গ্রামের সাজেদুর রহমানের ছেলে ফরিদুল ইসলামের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। বিষয়টি জানতে পেরে চংধুপইল ইউপি চেয়ারম্যানের সহযোগীতায় থানা পুলিশ বর শিমুল হোসেন ও বাড়ির মালিক ফরিদুলকে আটক করে। পরে দুপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের আদালতে হাজির করলে তাদের ২জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়।

Leave a Reply

Top