You are here
Home > সারা বাংলা > জেলার খবর > নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত

এস,এম ইসাহক আলী রাজু, নাটোর :


নাটোরের বড়াইগ্রাম ও লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুই জন নিহত ও একজন আহত হয়েছে।
আজ শুক্রবার সকালে বড়াইগ্রাম উপজেলার নগর এলাকায় মাটিবাহি ট্রলির চাপায় উর্মিলা (৬) নামে এক শিশু নিহত হয়। নিহত উর্মিলা উপজেলার তালশো গ্রামের ভ্যানচালক ওলিম উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানায়, উর্মিলার নানির বাড়ি নগর বাজার থেকে ওলিম উদ্দিন তার মেয়েকে আনতে যায়। নিজ ভ্যানে মেয়েকে বসিয়ে রেখে বিস্কুট কিনতে দশগজ দুরে সড়কের পাশে দোকানে যায়। এসময় মাটি বহনকারী ট্রলির চালক সড়কের ধারে দাঁড়িয়ে থাকা ওই ভ্যান রিক্সাকে চাপা দিয়ে যায়। এতে উর্মিলা চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।


এদিকে লালপুর উপজেলার ওয়ালিয়া-লালপুর সড়কে মাইক্রোবাস চাপায় বাইসাইকেল চালক বিমল কুমার শর্মা (৩৫) নামে এক কাঁঠ মিস্ত্রী নিহত হয়। এসময় ওই বাইসাইকেলের আরোহী অমৃত কুমার (২৫) নামের অপর এক কাঁঠ মিস্ত্রী আহত হয়।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওয়ালিয়া-লালপুর সড়কের দিয়াড়পাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত বিমল কুমার শর্মা উপজেলার ওয়ালিয়া ইউপির ফুলবাড়ী গ্রামের মৃত হরেন শর্মার ছেলে ও আহত অমৃত কুমার একই এলাকার প্রেমার কুমারের ছেলে।

Leave a Reply

Top