You are here
Home > প্রচ্ছদ > নাটোরে ঝড়ো বাতাস ও টানা বর্ষণে রোপা আমনসহ শাক সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি

নাটোরে ঝড়ো বাতাস ও টানা বর্ষণে রোপা আমনসহ শাক সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি

স্থানীয় প্রতিনিধি : নাটোরে শ্রাবণের ঝড়ো বাতাস ও টানা বর্ষণে রোপা আমনসহ শাক সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার ৭ উপজেলার সিংড়া, নলডাঙ্গা, গুরুদাসপুর ও সদর উপজেলা এবার বন্যা কবলিত হওয়ার পরও ৫৬ হাজার ৭৫৮ হেক্টর জমিতে রোপা আমন ধান এবং ২৬৫০ হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে। নিম্ন চাপের প্রভাবে গত শুক্র ও শনিবার দুই দিনের ঝড়ো বাতাস ও টানা বর্ষণে উঠতি ধান গাছ জমিতে ন্যুইয়ে পড়েছে।  

এছাড়া ঝড়ো বাতাসে বেশ কিছু এলাকার গাছপালা ভেঙে ও উপড়ে পড়েছে। ঝড়ো বাতাসে সড়কের ওপর গাছ ভেঙে পড়ায় শনিবার নাটোর-বগুড়া সড়কের শোরকোল এলাকায় প্রায় ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দুই দিনের বর্ষণ ও ঝড়ো হাওয়ায় প্রায় ১৫ হাজার হেক্টর জমির ধান ন্যুইয়ে পড়েছে। এছাড়া ৫শ হেক্টর জমির সবজি ক্ষেত আক্রান্ত হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, ২/১ দিনের মধ্যে বৃষ্টি থেমে গেলে কৃষকের কোনো ক্ষতি হবে না। আর বর্ষণ দীর্ঘস্থায়ী হলে কিছুটা ক্ষতি হবে। তবে ধান কাটার খরচ কিছুটা বাড়বে।

Leave a Reply

Top