You are here
Home > সারা বাংলা > জেলার খবর > নাটোরে উৎসব মুখর পরিবেশে হানাদারমুক্ত দিবস পালিত

নাটোরে উৎসব মুখর পরিবেশে হানাদারমুক্ত দিবস পালিত


এস,এম ইসাহক আলী রাজু নাটোর জেলা প্রতিনিধিঃ-

নাটোরে উৎসব মুখর পরিবেশে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ২১ ডিসেম্বর নাটোর পাকিস্থানী হানাদার মুক্ত হয়।
এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নাটোর প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নাটোর জেলা ইউনিট এর আহবায়ক ও নাটোর পৌর সভার মেয়র উমা চৌধূরী জলির নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অবস্থিত মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এঅ্যাডভোকেট সাজেদুর রহমান খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম নান্টু সহ মুক্তিযোদ্ধা ও কমান্ডের সদস্যরা।

Leave a Reply

Top