You are here
Home > প্রচ্ছদ > নাটোরে আনন্দ শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নাটোরে আনন্দ শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এস, এম ইসাহক আলী রাজু নাটোর জেলা প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর মেমরি অব দ্যা ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় নাটোর জেলায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৫ নভেম্বর) নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসটির কর্মসূচী শুরু হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে কর্মসূচীর সূচনা করেন নাটোর-২ আসনের সাংসদ ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ। এর পর জেলা প্রশাসক শাহিনা খাতুনের নেতৃত্বে জেলা প্রশাসন, বিভিন্ন সরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে নাটোর রাজবাড়িতে এসে শেষ হয়। পরে সেখানকার মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এর আগে সকালে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কর্যালয়ে থেকে একটি র‌্যালী শুরু হয়।

এদিকে ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো’র ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যে’র স্বীকৃতিতে দেশব্যাপী আনন্দ শোভাযাত্রার অংশ হিসেবে জেলার গুরুদাসপুর, বড়াইগ্রাম, সিংড়া, লালপুর ও বাগাতিপাড়া উপজেলা সদরে শোভা যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আযোজন করা হয়। এসব অনুষ্ঠানে নাটোর-৪ আসনের সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, সংসদ সদস্য আবুল কালাম আজাদ সহ স্ব স্ব উপজেলা নিবার্হী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Top