You are here
Home > সারা বাংলা > জেলার খবর > নাটোরের লালপুরে আগুনে একটি গাভীসহ বাড়ি পুড়ে ছাই

নাটোরের লালপুরে আগুনে একটি গাভীসহ বাড়ি পুড়ে ছাই

এস,এম ইসাহক আলী রাজু, নাটোর :-

নাটোরের লালপুর উপজেলার কদিমচিলানের চাঁদপুরে গোয়াল ঘরের ঘুটের আগুনে সর্বস্ব পুড়ে গেছে। আজ মঙ্গলবার রাত নয়টার দিকে চাদপুর বাজার সংলগ্ন হুজুর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের মৃত মঞ্জিল প্রামানিকের ছেলে।
ভুক্তভুগি হুজুর আলী বলেন, অগ্নিকান্ডে রান্নাঘর ও একটি অস্ট্রেলিয়ান জাতের গাভীসহ গোয়ালঘর পুড়ে গেছে। এতে আমার প্রাায় ২ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
১০নং কদিমচিলান ইউপি চেয়ারম্যান সেলিম রেজা মাষ্টার তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সমবেদনা জানান এবং আর্থিক সহযোগীতার আশ^াস দেন।

Leave a Reply

Top