You are here
Home > প্রচ্ছদ > নাটোরের গুরুদাসপুরে যুবলীগের প্রতিষ্ঠা বাষির্কীতে শোভাযাত্র ও আলোচনা সভা

নাটোরের গুরুদাসপুরে যুবলীগের প্রতিষ্ঠা বাষির্কীতে শোভাযাত্র ও আলোচনা সভা

এস,এম ইসাহক আলী রাজু, নাটোর জেলা প্রতিনিধিঃ-

নাটোরের গুরুদাসপুরে শোভাযাত্রা, কেককাটা, আলোচনা সভা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গুরুদাসপুর উপজেলা ও পৌর যুবলীগ ওই কর্মসুচী পালন করে।
আজ শনিবার (১১ নভেম্বর) বিকালে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারস্থ ‘যাঁদের রক্তে স্বাধীন এ দেশ’ মুক্তমঞ্চ থেকে যুবলীগ ও মূলদলের নেতা কর্মিদের অংশ গ্রহনে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে মিলিত হন সবাই। চলে কেককাটার উৎসব।

শেষে গুরুদাসপুর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়াম্যান আলাল শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, ভারপ্রাপ্ত উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারী, পৌর যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিলন ও সাধারন সম্পাদক মোঃ আবু তাহের সোনার, ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রমূখ। রাতে শহরের চাঁচকৈড় বাজারস্থ ‘যাঁদের রক্তে স্বাধীন এ দেশ’ মুক্তমঞ্চে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Top