You are here
Home > সারা বাংলা > জেলার খবর > নতুন করে চৌরাস্তায় মোঘল শপিং সেন্টার উদ্বোধন

নতুন করে চৌরাস্তায় মোঘল শপিং সেন্টার উদ্বোধন

ইমন খানঃ

নগরের চান্দনা চৌরাস্তায় আধুনিক ও মানসম্মত ভাবে সম্পন্ন নতুন অাঙ্গিকে উদ্বোধন হলো মঙ্গল শপিং সেন্টার । আজ বাদ ইশার ফিতা কেটে মার্কেট উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী আলহাজ্ব মোঃ শাজাহান সিরাজ চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন,মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এম এ বারী,নগর যুবলীগের আহবায়ক মোঃ রাসেল সরকার,হাজী সোবাহান সরকার,হাজী মোস্তফা জালাল খোকন,খতিব মুফতি আবু নাঈম প্রমূখ।

Leave a Reply

Top