নগরের ৩৫ নং ওয়ার্ডে মেয়রের উপহার সামগ্রী বিতরণ প্রাকৃতিক দূর্যোগ এপ্রিল ১৬, ২০২০এপ্রিল ১৭, ২০২০0 গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সিটি কর্পোরেশন এর মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম এর সার্বিক সহযোগিতায় নগরের ৩৫ নং ওয়ার্ডে কাউন্সিলর ও আওয়ামী লীগের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার রাতে ওয়ার্ডের একটি ইউনিটে বাদে কলমেরশ্বর এলাকায় হত দরিদ্রদের মাঝে চাল,ডাল,আলু,পেয়াজ ও তেল সামগ্রি পেয়ে তারা মনের আনন্দে খুশি। নিয়ম নীতি ও মেয়রের নির্দেশ পেয়ে সকল কার্যক্রম সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন গাছা থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ বিল্লাল হোসেন। তিনি জানান মাননীয় মেয়র মহোদয় আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম ভাইয়ের দিকনির্দেশনা ও গাছা থানা আওয়ামীলীগ নেতা মোঃ মশিউর রহমান মশি তত্বাবধানে আমরা গরীব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করে দিয়েছি। তিনি আরো জানান প্রাথমিক অবস্থায় যেগুলো দিয়েছেন,তা আমরা বিতরণ করেছি। পরবর্তী সময়ে আরো আসবে তখন আপনারা পাবেন। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com