
গাজীপুর প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় কৃষকলীগের অনুপ্রেরণায় গাজীপুর মহানগর অন্তগর্ত গাছা থানা কৃষকলীগের লীগের বৃক্ষরোপন কর্মসুচি গতকাল ২৩ শে জুন থেকে শুরু হয়েছে। আজ ২৪ শে জুন ৩৪ নং ওয়ার্ডে জিয়াশ খান উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ২ টায় গাছা থানা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ শুরু হয়। থানা কৃষকলীগের সভাপতি শাহজালাল তরুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী মোঃ আফজাল হোসেন খান, মহানগর কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল হামিদ,স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাসুদ খান,থানা কৃষকলীগের সহ সভাপতি রফিজ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক রাকিব বেপারী,তথ্য ও গবেষণা সম্পাদক, কামাল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী,৩৪ নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি মোঃ খোকন, আলোচনা শেষে বিদ্যালয়ের অাঙ্গিনায় বিভিন্ন জাতের গাছ লাগান।