You are here
Home > সারা বাংলা > প্রাকৃতিক দূর্যোগ > নগরের ২০নং ওয়ার্ডে মেয়রের উপহার সামগ্রী বিতরণ

নগরের ২০নং ওয়ার্ডে মেয়রের উপহার সামগ্রী বিতরণ

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর সিটি কর্পোরেশন এর মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম এর সার্বিক সহযোগিতায় নগরের ২০ নং ওয়ার্ডে কাউন্সিলর ও আওয়ামী লীগের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ করা হয়।  বৃহস্পতিবার  দুপুরে ওয়ার্ডের একটি ইউনিটে মজলিসপুর এলাকায় সংখ্যালঘু ও উপজাতি সহ সকল ধর্মের লোকদের মাঝে চাল,ডাল,আলু,পেয়াজ ও তেল সামগ্রি পেয়ে তারা মনের আনন্দে খুশি। কথা হয়,হিন্দু ধর্মের এক ভাইয়ের সাথে,তিনি জানান তার ঘরে তিনদিন পর্যন্ত চুলা জ্বলে না,মেয়রের খাবার পেয়ে মনটা ভরে গেলো। । তিনি জানান,মেয়রের বস্তাবর্তী খাদ্য পেয়ে ভালো লাগছে। নিয়ম নীতি ও মেয়রের নির্দেশ পেয়ে সকল কার্যক্রম সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম শহিদ । তিনি জানান, ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সমন্বয়ে মেয়র জাহাঙ্গীর আলম ভাই যে উপহার সামগ্রী পাঠিয়েছেন তা সঠিক ভাবে বন্টন করেছি। করোনার কারনে লক ডাউন হওয়াতে কারো বাড়িতে যাওয়া সম্ভব হচ্ছে না। এমনবস্থায় তাদের কে ডেকে নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।  মাননীয় মেয়র মহোদয় যেভাবে দিকনির্দেশনা দিয়েছেন,সেভাবে পালন করার চেষ্টা করেছি। এ সময় কাউন্সিলর শহিদুল ইসলাম শহিদ বলেন,২০ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মাননীয় মেয়র মহোদয় কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।  এ সময় আরো উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ আলিমুল ইসলাম প্রমূখ।

Leave a Reply

Top