You are here
Home > জাতীয় > নওগাঁয় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অবহিতকরন সভা অনুষ্ঠিত

নওগাঁয় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অবহিতকরন সভা অনুষ্ঠিত


নওগাঁ প্রতিনিধি :

নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নে চাকলা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী কর্মসূচীর আওতায় বৃহষ্পতিবার দুপুরে চাকলা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলঅম রব্বানী। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল ইসলাম। অনুষ্ঠানে বার‌্যবিবাহ ও যৌতুকের কুফলসমূহ তুলে ধরে বক্তব্য রাখেন নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক এম মাসুদ রানা এবং নওগাঁ প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন।
সভায় স্কুলের প্রায় ৫ শতাধিক ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ছাত্রছাত্রীরা নিজেরা বাল্যবিবাহ করবেনা এবং অন্যদের বাল্যবিবাহ বন্ধে ভুমিকা রাখবে বলে অঙ্গিকার করে। এ সময় আয়োজক সংগঠনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের মধ্যে বাল্যবিবাহ বিরোধী লিফলেট বিতরন করা হয়।

Leave a Reply

Top