You are here
Home > জাতীয় > নওগাঁর আত্রাইয়ে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত

নওগাঁর আত্রাইয়ে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত

নওগাঁ প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে যথাযথ মর্যদায় ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১৪টায় উপজেলা প্রশাসন, সমবায় কার্যালয় আয়োজিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমানের নেতৃত্বে এক বর্ণাঢ্য রালী উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ্ওবাদুর রহমান। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার এসএম নিজাম উদ্দিন আহম্মেদ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালপাড়া- –পৈঁয়সাওতা পানী ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উদয়পুর পানী ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ শাজাহান আলী, আস্থা শিশু ও মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন সাংবাদিক রওশন আরা পারভীন শিলা,খলিপাড়া রিশি পাড়া সমবায় সমিতির সভাপতি লুৎফর রহমান, উপজেলা সমবায় অফিস সহকারী মোঃ জাকির হোসেন, উপজেলা মডেল প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, বীরমুক্তি যোদ্ধা নীরেন্দ্র নাথ দাস, আত্রাই থানা মঃস্য জীবি সমবায় সমিতির সভাপতি শ্রী ভ্থষন কুমার হালদার ও ভেঁাপাড়া পল্লী সেবা সমিতির সভাপতি ওমর ফারুক প্রমূখ। আলোচনা শেষে নৈদিঘী আশ্রয়ন প্রকল্প-২ সমবায় সমিতির সদস্যদের মাঝে ২লক্ষটাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা সমবায় কার্যলয়ের অবসর প্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলহাস উদ্দিন বিশ্বাস।

Leave a Reply

Top