You are here
Home > এক মুঠো জোনাকি > নওগাঁর আত্রাইয়ে ছায়া পথ নতুন সংগঠনের পথ চলা শুরু শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে

নওগাঁর আত্রাইয়ে ছায়া পথ নতুন সংগঠনের পথ চলা শুরু শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে

নওগাঁ প্রতিনিধিঃ

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে নওগাঁর আত্রাইয়ে পথ চলতে শুরু করলো ছায়াপথ নামের একটি স্বেচ্ছা সেবী সামাজিক সংগঠন। শনিবার সন্ধ্যায় সংগঠনটির উদ্যেগে ও সহযোগিতায় আমাদের বাগান ফেসবুক গ্রুফ আত্রাই রেলওয়ে বস্তির শীতার্ত পথ শিশুদের মাঝে শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ডাঃ আশিষ কুমার প্রামানিক, প্রফেসর মোয়াজ্জেম হোসেন মিঠু, নাজমূল হাবিব(এডমিন আমাদের বাগান,আমানুল্লা ফারুখ বাচ্চু, কাজী নুরুন্নাহার সাথি সহ ছায় পথ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
এসময় আমাদের বাগান ফেসবুক গ্রুফ এমিন নাজমূল হাবিব বলেন,শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের মতো একটি ভালো কাজের মধ্যে দিয়ে “আত্রাইয়ে ছায়া পথ স্বেচ্ছা সেবী সংগঠন ও পথ শিশুদের নিয়ে শিক্ষা সংগঠন ছায়া পথ বিদ্যালয়ের”আতœপ্রকাশ করলো। দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকাসহ মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে এমন কাজের লক্ষ্য নিয়ে আমাদের এই সংগঠন কাজ করে যাবে। এজন্য সকলের সহযোগিতা কমনা করেন তিনি। তিনি আরো বলেন,এ সংগঠনটি ২০১৭ সালে আত্রাই রেলওয়ে বস্তিতে অর্ধ শতাধীক পথশিশুদের নিয়ে প্রথমে পথশিশু বিদ্যালয় নামে বিদ্যালয় চালু করা হয়।

Leave a Reply

Top