
নওগাঁ প্রতিনিধিঃ-
“নিরাপদ অভিবাসন যেখানে,টেকসই উন্নয়ন সেখানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁ ,লিটন চন্দ্র দে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ একরামূল বারী রঞ্জু, বীর মুক্তি যোদ্ধা নীরেন্দ্র নাথ দাশ, স্বেচ্ছা সেবী সংগঠন আস্থা শিশু ও মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক রওশন আরা পারভীন শিলা, উপজেলা মডেল প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ কেএম কাওছার হোসেন, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুর আলম, উপজেলা সমবায় অফিসার এস এম নিজাম উদ্দীন আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) নভেন্দু নারায়ন চৌধুরীু প্রমূখ