You are here
Home > প্রচ্ছদ > দেশে বাল্যবিয়ের হার কমেছে : মেহের আফরোজ চুমকি

দেশে বাল্যবিয়ের হার কমেছে : মেহের আফরোজ চুমকি

স্টাফ রিপোর্টার : সম্প্রতি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো’র ২০১৫ সালের মাল্টিপল ক্লাস্টার সার্ভে অনুযায়ী বাংলাদেশে বাল্যবিয়ের হার কমেছে। এই তথ্যে জানা যায়, ২০০৬ সালে বাল্যবিয়ের হার ছিল ৬৪.১ শতাংশ।

ইউনিসেফের বরাত দিয়ে পত্রান্তরে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয় বাংলাদেশে বাল্যবিয়ের হার ৫২ থেকে বেড়ে ৫৯ শতাংশ হয়েছে। উক্ত প্রতিবেদনের প্রতিবাদে প্রতিমন্ত্রী এ কথা বলেন। প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি আরও বলেন, প্রধানমন্ত্রী লন্ডনে গার্ল সামিটে ঘোষণা করেছেন ২০২১ সালের মধ্যে বাংলাদেশে ১৫ বছরের নিচে বিয়ে সম্পূর্ণরূপে বন্ধ করা হবে।

বাল্যবিয়ে নিরোধ আইন ১৯২৯ সংশোধন করা হয়েছে। এই আইনে সাজা ও জরিমানা বাড়ানো হয়েছে।

Leave a Reply

Top