‘দুর্নীতি, মানি লন্ডারিং ছিল বিএনপি-জামায়াতের কাজ’ জাতীয় প্রচ্ছদ জুলাই ২৫, ২০১৭0 স্টাফ রিপোর্টারঃ দুর্নীতি, মানি লন্ডারিং বিএনপি-জামায়াতের কাজ ছিল বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি জামায়াতের লক্ষ্য ছিল দেশকে পরনির্ভরশীল করে রাখা। নিজেদের বিত্ত-বৈভব বৃদ্ধি করাই হলো তাদের নীতি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিসি সম্মেলনে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, আমরা স্বাধীন দেশ। আমার যে উন্নতি করতে পারি তা প্রমাণ করেছি। তিনি বলেন, দুর্নীতি, মানি লন্ডারিং ছিল বিএনপি-জামায়াতের কাজ। তিনি আরও বলেন, আমরা ২০০৯ থেকে ২০১৭ পর্যন্ত এই ৮ বছর সরকারে থেকেছি তাই উন্নয়ন হয়েছে। আমরা দেশকে কি দিতে পেরেছি সেটাই বড় কথা। উন্নয়নের ধারা বজায় থেকেছে। এখন আমাদের খাদ্যে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com