You are here
Home > প্রচ্ছদ > দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় সংসদ সদস্যসহ আহত ৬

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় সংসদ সদস্যসহ আহত ৬

স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর-ঢাকা মহাসড়কের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালসহ ৬ জন আহত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কে ঘোড়াঘাট উপজেলার নিতাইসাহা মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন-দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, তার ব্যক্তিগত সহকারী আবুল কামাল (৩৮) ও রুবেল (৪০) এবং ভটভটি চালক মোঃ ফারুক (৩০), ভটভটি যাত্রী শফিকুল ইসলাম (২৫) ও জয়নাল (৩৮)।

ঘোড়াঘাট থানার এস আই মোঃ আরিফুল ইসলাম জানান, সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল গাইবান্ধা জেলায় দিনাজপুর শহরের গোলকুঠি এলাকার আতিকুল্লাহ খানের ছেলে বাপ্পীর বিয়ের বরযাত্রী হিসেবে  যাচ্ছিলেন। পথে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নিতাইশাহা মোড়ে প্রাভেটকার ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মাথায় আঘাত পান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উসমানপুর হাসাপাতালে নেয়া হয়।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ সামসুর রহমান কাজল জানান, আহত এমপি মনোরঞ্জন শীল গোপালসহ তার সাথে থাকা অপর ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর ৩ জন ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

Leave a Reply

Top