You are here
Home > প্রচ্ছদ > দিনাজপুরে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

দিনাজপুরে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

স্থানীয় প্রতিনিধি : দিনাজপুরে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের ১১ মাইল কান্তা ফার্ম মালদাইয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী ও চালক। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি ঠাকুরগাঁও থেকে আসছিল। আর নাবিল এন্টারপ্রাইজের বাসটি ঢাকা থেকে ঠাকুরগাঁওয় যাচ্ছিল। পথে কান্তা ফার্ম মালদাইয়াপাড়া নামক স্থানে গাড়ি দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের দু’জন যাত্রী নিহত হন। আহত হন এর চালক। তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুলিশ দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও লাশ উদ্ধার করেছে। লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে নেয়া হয়েছে। কাহারোল থানার ওসি আইযুব আলী জানান, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

Leave a Reply

Top