দলে নারীদের অবস্থান জানাতে আবারও ইসির চিঠি জাতীয় প্রচ্ছদ জুলাই ২৮, ২০১৭0 বিশেষ প্রতিবেদকঃ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে নারী সদস্য ও নেতৃত্বের সর্বশেষ হালনাগাদ তথ্য চেয়ে আবারও চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে একবার চিঠি দিলেও ৪০টি নিবন্ধিত দলের মধ্যে মাত্র ১৬টি সাড়া দিয়েছিল। এবার আরও ২৪টি দলকে চিঠি দিয়েছে ইসি। বৃহস্পতিবার ইসির সহকারী সচিব রৌশন আরা এই চিঠি দেন। দলগুলোর সাধারণ সম্পাদকের কাছে দেয়া চিঠিতে আগামী ৪ অগাস্টের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, ২০২০ সালের মধ্যে দলের সব পর্যায়ের কমিটিতে অন্তত ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব রাখার বাধ্যবাধকতা রয়েছে। এর আগে এ বিষয়ে তথ্য জানাতে গত ১৩ জুন অগ্রগতি প্রতিবেদন দিতে প্রথম দফা চিঠি দেয় কমিশন। ইসি সূত্র জানায়, আওয়ামী লীগ, খেলাফত মজলিস, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), সাংস্কৃতিক মুক্তিজোট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), কল্যাণ পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাকের পার্টি, জাতীয় পার্টি (জেপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), গণফ্রন্ট ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট তাদের অগ্রগতি জানিয়েছে। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com