You are here
Home > খেলাধুলা > তৃতীয় টেস্টে অপরিবর্তিত ওয়েস্ট ইন্ডিজ

তৃতীয় টেস্টে অপরিবর্তিত ওয়েস্ট ইন্ডিজ

স্টাফ রিপোর্টারঃ পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের জন্য বার্বাডোজ ম্যাচের দলটিই বহাল রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। ডোমিনিকা টেস্টের জন্য আজ সোমবার ওয়েস্ট ইন্ডিজের ১৩ সদস্যের দল ঘোষণা করে ক্যারিবীয় বোর্ড।

জ্যামাইকায় সিরিজের প্রথম টেস্ট ৭ উইকেটে জিতে নেয় পাকিস্তান। এরপর বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে বার্বাডোজে সিরিজের দ্বিতীয় ম্যাচ ১০৬ রানের বড় ব্যবধানে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা বিরাজ করছে।

তাই বার্বাডোজ টেস্টের জয়ী স্কোয়াড নিয়েই পাকিস্তানের বিপক্ষে সিরিজে তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ডোমিনিকায় আগামী বুধবার থেকে শুরু হবে সিরিজের শেষ টেস্ট।

এই টেস্ট দিয়ে ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক ও অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খান।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড : জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, ক্রেইগ ব্র্যাথওয়েট, রোস্টন চেস, মিগুয়েল কামিন্স, শেন ডরউইচ (উইকেটরক্ষক), শ্যানন গাব্রিয়েল, শিমরন হেটমায়ার, শাই হোপ, আলজারি হোসেফ, কাইরন পাওয়েল ও বিশাল সিং।

Leave a Reply

Top