ঢাকা প্রিমিয়ার লিগে লিটনের রানের পাহাড় খেলাধুলা মে ১৭, ২০১৭2 ক্রিয়া প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে বুধবার আবাহনীর ওপেনার লিটন দাস ৭৮ বলে সেঞ্চুরি করেছেন। এক ম্যাচ আগেই ৭৯ বলে সেঞ্চুরি করেছিলেন লিটন দাস। বুধবার লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে সেঞ্চুরির পর লিটন দাস আউট হয়েছেন ১০১ বলে ১৩৬ রান করে। এক ম্যাচ আগেই মোহামেডানের বিপক্ষে ১০৩ বলে ১৩৫ করেছিলেন লিটন। এবারের লিগে ৯ ম্যাচে দুই সেঞ্চুরি ও তিন অর্ধশতকে লিটনের রান ৫৭৮। সর্বোচ্চ রানের তালিকায় তার ধারে কাছেও নেই কেউ। গড় ৬৪.২২, স্ট্রাইক রেট ১০৯.৪৬। বিকেএসপির চার নম্বর মাঠে বুধবার রুপগঞ্জের বিপক্ষে সাদমান ইসলামকে নিয়ে ২০৭ রানের উদ্বোধনী জুটি গড়েন লিটন। এবারের লিগে উদ্বোধনী জুটিতে দু’শ রান এটিই প্রথম। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com