You are here
Home > প্রচ্ছদ > ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্নার উদ্যোগে সিরাজগঞ্জে করোনা পরিক্ষার জন্য স্থাপন হচ্ছে পি সি আর

ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্নার উদ্যোগে সিরাজগঞ্জে করোনা পরিক্ষার জন্য স্থাপন হচ্ছে পি সি আর


খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ :


বিশ্বব্যাপী করোনার দূর্যোগের মধ্যে বিশ্ব মানবতা আজ বিপন্ন। মানুষের মধ্যে বাঁচা মরার শংকা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। করোনা প্রতিরোধক এখনও আবিষ্কার হয়নি। সংকট রয়েছে করোনার সঠিক নির্ণয়ের পরীক্ষাগার। দেশেও পর্যাপ্ত পিসি আর ল্যাব না থাকার কারণে পরীক্ষা চাহিদা মত করা যাচ্ছে না। সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী কলেজে করোনা নির্ণয়ে অত্যাধুনিক মেশিন পিসিআর বসানো হচ্ছে। এতে করে এই অঞ্চলে করোনা সন্দেহজনকদের দ্রুত সঠিক পরীক্ষা করা সম্ভব হবে।


সিরাজগঞ্জ সদর -২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না গতকাল সোমবার এ বিষয়ে বলেন, এই সময়ে সবচেয়ে জরুরী হচ্ছে নির্ভরযোগ্য করোনা পরীক্ষা। পিসিআর মেশিনটি করোনা রোগ নির্ণয়ের জন্য সঠিক মেশিন সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী কলেজে শীঘ্রই এই মেশিনটি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সিরাজগঞ্জে করোনা ভাইরাস সনাক্তের আধুনিক পিসিআর স্থাপনের কাজ এগিয়ে চলছে। এই অঞ্চলের মানুষের করোনা পরীক্ষা সঠিকভাবে করার জন্য।

Leave a Reply

Top